শতাব্দী রায়ের সমর্থনে তৃণমূলের বাইক মিছিল।

0
15

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দোরগোড়ায় লোকসভা ভোট। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষনা না হলেও আগে থেকেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। গত ১০ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় রাজ্যে ৪২ টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে। বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের নাম ঘোষণা হতেই ভোট ময়দানে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাই লোকসভা নির্বাচনকে সামনে রেখে দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মীদের নিয়ে বাইক মিছিল করা হয়। এই মিছিলটি শুরু হয় লোবা পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ঝিরুল, আমুরী, শিমুলডিহি, মেটেগ্রাম, চণ্ডীপুর হয়ে হয়ে কমলপুর, ফকিরবেড়া, খোজকমলপুর, কোটা, বরারি, লোবা, বাবুপুর, পলাশডাঙা, জোপলাই, উত্তরডাহা, ধ্বগড়ে গ্রাম পরিক্রমা করে কানাইপুরে শেষ হয়। এই মিছিলটির অগ্রভাগে ছিলেন লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকী চক্রবর্ত্তী। তাছাড়াও এই বাইক মিছিলে অংশ নেন লোবা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ সূত্রধর, লোবা তৃণমূল অঞ্চল কমিটির সদস্য অভিজিৎ মণ্ডল, শেখ আলি সহ এলাকার শতাধিক তৃণমূল কর্মী। লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকী চক্রবর্ত্তী জানান, বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের নাম ঘোষণা হওয়ার পরই আমরা তাঁর সমর্থনে বাইক মিছিল করলাম। এদিন ৪৫০ টি বাইক তৃণমূল কর্মীরা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here