উত্তর মালদায় জমজমাট তৃণমূল বিজেপির নির্বাচনী প্রচার।

0
17

দেবাশিস পাল, মালদাঃ-১৯ মার্চ: আনুষ্ঠানিক ভাবে ভোটের দিন ঘোষণা হতেই উত্তর মালদায় নিজেদের দলীয় প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল-বিজেপি প্রার্থী। দিনভর নির্বাচনী প্রচারের পাশাপাশি জনসসম্পর্কে ব্যস্ত দেখা গেল উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এদিন হবিবপুরের আইহো,বুলবুলচন্ডী, হয়ে পাকুয়াহাট এবং বামনগোলায় নির্বাচনী প্রচার পর্ব চালান। অন্যদিকে বিজেপি প্রার্থী খগেন মুর্মুও এদিন প্রচার পর্ব চালান গাজোল বিধানসভা এলাকার কেষ্টপুর, জালসা,রাণীগঞ্জ- ১, রাণীগঞ্জ- ২ সহ বিভিন্ন এলাকায়।

 

উত্তর মালদার আলাদা দুই বিধানসভা এলাকায় তৃণমূল- বিজেপির দুই প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং খগেন মুর্মুকে প্রচারে দেখা যায়। সঙ্গে ছিলেন নিজেদের কর্মী সমর্থকরা। প্রার্থীরা নিজেদের সমর্থনে ভোট প্রচার করলেও একটি বিষয়ে মিল দেখেছেন ভোটাররা। সেটা হলো দুই প্রার্থীই এদিন ভোটারদের কাছে না গিয়ে আগে ছুটছেন মন্দিরে। অনেকের মতে কার্যত মন্দির থেকেই ভৌট প্রচার শূরু হয়। মন্দিরে পূজো দিয়ে তারপর এলাকার ভোটারদের দুয়ারে প্রার্থীরা পৌঁছেছেন ভোট প্রচারে। দুই প্রার্থীই আলাদা দুটি কালি মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেড়িয়েছেন। এদিন হবিবপুর ব্লকের আইহো কালী মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। পুজো শেষে লাড্ডু বিতরণ করেন। তারপর বেড় হন নির্বাচনী প্রচারে। অন্যদিকে গাজোল ব্লকের কেষ্টপুর সিঁদুরমুচি শ্মশানকালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে নামেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু।

নির্বাচনী প্রচারের মধ্যেই বিভিন্ন মানুষজনের সঙ্গে এদিন কথা বলে জনসম্পর্ক সারেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রচারের ফাঁকে মানুষজনের সঙ্গে কথা বলে জনসংযোগে ব্যস্ত দেখা যায় বিজেপি প্রার্থী খগেন মুর্মুকেও। দুই প্রার্থীকেই ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত দেখা গিয়েছে।

এদিন নির্বাচনী প্রচারের ফাঁকে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তোলেন। অন্যদিকে বিজেপির উত্তর মালদার সাংসদ তথা বিজেপি প্রার্থী খগেন মুর্মুও রাজ্যে তৃণমূলের নানা ব্যর্থতার কথা তুলে ধরেন।

সাধারণ মানুষজনের মতে,এখনও প্রার্থী দেয়নি বাম এবং কংগ্রেস। অন্যান্য প্রার্থীরাও হয়ত পরবর্তীতে আসবেন। তবে আপাতত এই গরমের মধ্যেও তৃণমূল – বিজেপি দুই প্রতিদ্বন্দ্বীর নির্বাচনী প্রচারের ঝাঁঝ যেন অনেকটাই বেড়েছে। পরবর্তীতে প্রার্থীরা ভোট যুদ্ধে জিততে আর কোন রণকৌশল কাজে লাগান এটাই এখন দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here