হোলির দিনেও কার্যত ভোট প্রচারে তমলুক লোকসভা কেন্দ্রের CPI(M)প্রার্থী সায়ন ব্যানার্জি।

0
40

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  হোলির দিনেও কার্যত ভোট প্রচারে অনর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি, এই দিন মহিষাদল রাজবাড়িতে দোল উৎসবে সামিল হয়ে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ এবং ভোট প্রচার সেরে ফেললেন সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি, তবে হোলির দিনও সিপিএম প্রার্থীর সঙ্গে ভোট প্রচার সেরে ফেললেন একাধিক সিপিআইএম নেতৃত্ব, এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত জয়ের ক্ষেত্রে সম্পূর্ণভাবে আশাবাদী বলে জানিয়েছেন সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি।