কপট স্নেহ : রাণু সরকার।।

0
89

আজকাল তেমন একটা কেউ আসে না
আমার বাড়ি,
আসলে তাদের আসার অপেক্ষাতে তো আজ নেই, আসলেই উত্যক্ত করে তোলে-
এদের ক্ষমতা নেই উপকার করার কপট স্নেহ করে।

কি আর বলবো- ঝুড়িঝুড়ি মিথ্যা প্রশ্ন নিয়ে আসে
আমার কাছে- তাও যদি উত্তম প্রশ্ন হয়।

আসলে এতো প্রশ্নের উত্তর রাখার একটাও টুকরি নেই- আমি রাখি না টুকরি এতে ঘরের পরিবেশ নষ্ট হয়।
আমি আবার এতো ভার বহন করতেও
পারিনা কষ্ট হয় ভীষণ।

প্রাপ্তবয়স্ক হলে কি হবে বহন করার ক্ষমতা আছে বেশ ওদের একটুও ক্লান্তি নেই বাব্বাঃ–
সেবার এসে অনেক প্রশ্ন রেখে গেলো, ভালোবেসে না রাগ করে জানিনা বাপু।

আমি আলগোছে রেখেছি তুলে আবর্জনার ঘরে নাড়াচাড়া দেইনি-
দিলেই উটকো ঝামেলার পড়া-
আমি একটু আটপৌরে, জীবন বা জগৎ সম্পর্কে কোন কৌতুহল নেই,
সৃষ্টিকর্তা যেন চালান তেমন চলি।
জীবন কি বুঝতে ঋতু লাগেনা বা জীবন কতটা…
সময় সব বুঝিয়ে দেয়।