বালুরঘাট থেকে দিল্লিগামী ট্রেনের শুভ সূচনা হলো আজ সোমবার।

0
11

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট থেকে দিল্লিগামী ট্রেনের শুভ সূচনা হলো আজ সোমবার। ফারাক্কা এক্সপ্রেস নামে ওই ট্রেনটির বালুরঘাট স্টেশন থেকে প্রতিদিন চলবে। এই প্রসঙ্গে গত ১৩ এপ্রিল রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেখানে বলা হয় আগামী ১৫ এপ্রিল থেকে ফারাক্কা এক্সপ্রেস যেটা মালদা থেকে দিল্লি হয়ে ভাটিণ্ডা যেত সেই ট্রেনটি এখন বালুরঘাট থেকে চলবে। এদিন বালুরঘাট স্টেশনে ট্রেনটিকে দেখার জন্য প্রচুর জনসমাগম হয়। সোমবার বিকেল পাঁচটার সময় বালুরঘাট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।
এ প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “আমি যখন ২০১৯ লোকসভা নির্বাচনে জয়লাভ করে দিল্লিতে সাংসদ হিসেবে বালুরঘাট থেকে যাই তখনই আমি স্থানীয় জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি যেরকম দিল্লি গেছি বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটারদের সমর্থনে তেমনি করে আমি জেলাবাসিকে ট্রেনে দিল্লি নিয়ে যাব। আমি আমার কথা রাখতে পেরেছি। এই ট্রেন চালু হবার ফলে সাধারণ মানুষ উপকৃত হবে। শুধু সাধারণ মানুষই কেন, স্থানীয় ব্যবসায়ীরা যারা এখান থেকে দিল্লি যাবেন তারা এই ট্রেনে করে যেতে পারবেন। তাদের ব্যবসার কাজে যথেষ্ট সাহায্য হবে।”
নির্বাচনী আচরণবিধি থাকার জন্য রেলের তরফ থেকে এদিন কোনরকম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here