আলিপুরদুয়ার শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো।

0
100

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। মঙ্গলবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইক এর সমর্থনে রোড শো আয়োজিটা হয়। আলিপুরদুয়ার শহরে অভিষেকের রোড শো উপলক্ষে কয়েক হাজার তৃণমূল কর্মীরা উপস্থিত হয়েছেন। আলিপুরদুয়ার কলেজহল্ট থেকে শুরু হয় ওই রোড শো আলিপুরদুয়ার চৌপথি অবধি হবে এই রোড শো বলে জানা যায়।