ভোটারদের সচেতনতা করতে জেলাশাসক দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন, চালু করা হলো বিশেষ ap

0
11

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামী ১৩ ই মে রানাঘাট দুটি লোকসভা কেন্দ্রে হতে চলেছে লোকসভা নির্বাচন। যদিও এবার লোকসভা নির্বাচনে কড়া পাখির চোখ রয়েছে নির্বাচন কমিশনের। একদিকে যেমন চলছে ভোট প্রচার অভিযান, অন্যদিকে চলছে সরকারি বিভিন্ন লিপিবদ্ধ প্রচার অভিযান। এবার একইভাবে রাজ্য সরকারের তত্ত্বাবধানে সারা রাজ্যের পাশাপাশি নদীয়াতেও চলছে প্রশাসনিক তৎপরতা। এদিন নদীয়ার কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন জেলাশাসক এস অরুন প্রসাদ। অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলাশাসক বলেন, রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেকটি জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আজ যা সম্পূর্ণ হলো নদীয়াতে। এখানে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে, যেখানে নতুন ভোটার ও পুরনো ভোটারদের সচেতনতা ও তারা কিভাবে ভোট দেবেন সেই নিয়ে বিশেষ বার্তা দেওয়া আছে। পাশাপাশি রয়েছে কুইজের মাধ্যমে বিভিন্ন খেলা। যেটা দেখলে যুবক এবং যুবতীরা তারা অতি সহজে কিভাবে ভোট প্রদান করতে হবে এবং নতুন ভোটার যারা ভোটকেন্দ্রে গিয়ে এখনো পর্যন্ত ভোট দেয়নি তারা কিভাবে ভোট দেবে, সেটা স্পষ্টই বোঝা সম্ভব। অন্যদিকে জেলা শাসক এও বলেন, এই অ্যাপে একটি কিউ আর কোড বসানো আছে যেখানে অতি সহজেই যেকোন স্মার্টফোনে সেটি ডাউনলোড করা সম্ভব, আর তা প্রত্যেকের হাতেই পৌঁছে যাবে। তবে আগামী দিনে ভোট দান সম্পর্কে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করতেi রাজ্য সরকারের এই উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here