
যাদবপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল সন্ধ্যে ৬ ঘটিকায় যাদবপুর স্টেশন সংলগ্ন পাল বাজার এলাকা থেকে বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিজেপির তরফে একটি বিরাট র্যালির আয়োজন করা হয়। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ঠিক ৬:১৫ ঘটিকায় যাদবপুর স্টেশন সংলগ্ন পালবাজার এলাকায় গিয়ে উপস্থিত হন। সেখান থেকেই তার উপস্থিতিতে শুরু হয় র্যালি। ওই র্যালিতে মানুষের যোগদান ছিল স্বতঃস্ফূর্ত ভাবে ও দেখার মতন।
একসময় ওই এলাকায সিপিএমের গড় হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে বহু মানুষ সিপিএম ছেড়ে বিজেপির হাত ধরেছে। আর এক সময় সিপিআইএম করা সেই মানুষ গুলোই আজ বিজেপির হাত ধরেছে ,এমনই মন্তব্য করেন স্থানীয় মানুষজন। র্যালি চলাকালীন রাস্তার দুই ধারের বাড়ি ঘরের মানুষজন ও দোকানদাররা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করেন, ভালোবাসা দেন। অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে দেখতে মানুষজন বাড়ির জানালা থেকে বাইরে বেরিয়ে এসে তাকে স্বাগত জানান, তাকে হাসিমুখে বরণ করে নেন।
তবে বিজেপির প্রার্থী অনির্বান গঙ্গোপাধ্যায় তাকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন। তিনি বলেন আমার তরফে যতটুকু সম্ভব আমি এই এলাকার উন্নয়নের জন্য করব। এই র্যালি পাল বাজার থেকে শুরু হয়ে দীর্ঘ দুই থেকে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে গরফা ব্রীজের সম্মুখে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বিজেপির প্রার্থী স্থানীয় মানুষজন ও বিজেপির নেতা-নেত্রী ও কর্মীদের সাথে কথা বলেন। তাদের অসুবিধার কথা শোনেন, তাদের এই অঞ্চলে লড়াই করতে কি কি অসুবিধা হচ্ছে তা ভালো করে শোনেন। তিনি আশ্বাস দেন যদি তৃণমূল গুন্ডাগিরি না করে তাহলে এই অঞ্চলের মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন সেই ভালোবাসায় তিনি এই অঞ্চল থেকে আগামী ভোটে লিড নেবেন।
এরই সাথে স্থানীয় কিছু মানুষজন যাদের সাথে আমাদের প্রতিনিধিরা কথা বলেছেন তারা জানিয়েছেন সিপিএমের রাজত্ব যাদবপুর এলাকায় একপ্রকারের শেষ বলা যায়। আর বর্তমানে তৃণমূলকে চাইছে না সাধারণ মানুষ। আর ওই যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাকেও চাইছে না সাধারণ মানুষ। যার ফলেই শিক্ষিত, ভদ্র, সভ্য ব্যক্তিত্বসম্পন্ন অনির্বাণ গঙ্গোপাধ্যায়কেই তারা আগামী দিনে তাদের সাংসদ নির্বাচন করতে চাইছেন, যাতে করে তাদের হয়ে ভারতের সংসদে প্রতিনিধিত্ব করতে পারেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়।












Leave a Reply