বিশ্ব ধরিত্রী দিবসকে সামনে রেখে শংকরপুর বন বিভাগের সহযোগিতায় তাৎপুর সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ এবং বিচ ক্লিনিং অনুষ্ঠান।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার বিশ্ব ধরিত্রী দিবস। আর তারই উদ্যোগে পূর্ব মেদিনীপুর বনদপ্তর সেই সঙ্গে শংকরপুর বন বিভাগের সহযোগিতায় তাৎপুর সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ এবং বিচ ক্লিনিং অনুষ্ঠান। এদিন সকাল থেকে রেলির মাধ্যমে বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করানো হয় এমন কি প্রকাশাট হ্যান্ডবিল ইত্যাদির মাধ্যমে প্রচুর পরিমাণে গাছ লাগানোর এবং সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হল বনদপ্তর এর পক্ষ থেকে। এদিন শংকরপুর বনদপ্তর এর আধিকারিক সরদার বলেন যেভাবে একের পর এক উষ্ণায়ন বাড়ছে তাই পরিবেশকে সুস্থ রাখতে গেলে যেভাবে প্রচুর পরিমাণে গাছ লাগানো প্রয়োজন তেমনি ভাবে সমুদ্র সৈকতে কোন ভাবে প্লাস্টিক বা জল দূষণ ঘটে এমন দ্রব্য ব্যবহার করা উচিত নয়। এই সমস্ত বর্জ্য পদার্থ গুলি সামুদ্রিক প্রাণী যে ভাবে খা খেয়ে ফেলে তেমনি হবে জল ও দূষিত হচ্ছে। সেই সঙ্গে তিনি আরো বলেন যে ভাবে জলজ প্রাণী বিশেষ করে সামুদ্রিক কচ্ছপ এবং পরিবেশের ভারসাম রক্ষাকারী প্রাণীদেরকে নিধন করা হচ্ছে তাই পরিবেশকে রক্ষা করতে হলে এই পরিবেশ রক্ষাকারী জলজ প্রাণী গুলিকে কোন ভাবে নিধন করা যাবে না। এমনকি তিনি আরো বলেন যেভাবে প্রচুর পরিমাণে সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে গাছ ধ্বংস হচ্ছে। অপর দিকে কাজলা জনকল্যাণ সমিতির সংস্থার পক্ষ থেকে অনুরাধা মন্ডল বলেন আজকের এই বিশেষ দিনে আমাদের প্রত্যেককে পরিবেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসা উচিত। তাই যেভাবে গাছ লাগানো প্রয়োজনীয়তা রয়েছে। প্লাস্টিক যাতে কম ব্যবহার করা যায় তার দিকে প্রত্যেকে আমরা নজর রাখা উচিত। এবং পর্যটকদের উদ্দেশ্যে তিনি বলেন পর্যটকদের বিশেষ ভাবে সচেতন হতে হবে যাতে করে তারা নির্দিষ্ট ডাস্টবিনে তাদের বর্জ্য পদার্থ গুলি ফেলেন সেই সঙ্গে প্রশাসনকেও এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন। এদিন সি বিচের ধারে স্থানীয় মানুষ দেরকে নিয়ে পদযাত্রা বা রেলির আয়োজন করা হয় তেমনি ভাবে স্থানীয় মানুষ দেরকে নিয়ে বৃক্ষরোপনের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *