
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তোর জোর বাড়ছে রাজনৈতিক নেতাদের। আজ সন্ধ্যা লাগতে টিএমসির পক্ষ থেকে টিএমসি প্রার্থী বিপ্লব মিত্র তান দলের নেতাকর্মীদের নিয়ে চলে আসেন দক্ষিণ দিনাজপুর জেলার চেঙ্গিসপুর গ্রামের ওই এলাকার হাটে। হাটে এসে আশা মানুষের কাছে করজোড়ে ভোট ভিক্ষা করেন। এবং আগামী লোকসভা ভোটে তাকে যেন জরি করা হয় এই আবেদন রাখেন ভোট প্রাপ্তির আবেদন রাখেন বিপ্লব মিত্র। বিপ্লববিপ্লব মিত্র
মিত্র বলেন, সুকান্ত মজুমদার গত পাঁচ বছরে জেলার হয়ে জেলার কোন গান করেন, জেলার উন্নয়নের স্বার্থে এবারের লোকসভা ভোটে তাকে যেন বিপুল ভোটে জয়ী করা হয় সেই আবেদন রাখেন। এরপর সেখান থেকে জেলা তপন ব্লকে ভোট প্রচারে চলে যান।












Leave a Reply