
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ভোট প্রচারের শেষ দিন। বিজ্ঞান 5 টা পর্যন্ত প্রচার এর সময় আছে। সেই সময়কে লক্ষ্য রেখে সব দলের নেতারা ঝাঁপিয়ে পড়েছে। তেমনি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার হামজাপুর বর্ডার সংলগ্ন গ্রামের প্রচারে যান। সেই গ্রামে পৌঁছতে নেমে যায় মানুষের ঢোল।সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পারে হামজাপুর মানুষ। কেউ হাত মিলাচ্ছে কেউ প্রণাম করছে সুকান্ত মজুমদারকে। সীমান্তবর্তী এলাকায় এলাকার মানুষের চাওয়া পাওয়া তুলে ধর সুকান্ত মজুমদার এর কাছে। সুকান্ত মজুমদার তাদের প্রশ্নের উত্তরে জানান এই লোকসভা ভোটে তিনি জিতলে তাদের অভিযোগ খতিয়ে দেখবে এবং তা বাস্তবায়ন করার চেষ্টা করবেন।এখন দেখার বিষয় বিজেপি প্রার্থী জেতার পর কতটা এই এলাকার মানুষের কাজে আসেন।












Leave a Reply