বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা উদ্ধার করল ৩২ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান!

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তে গেদে স্টেশন সেই গেদে স্টেশনে মৈত্রী ট্রেন থেকে দুই প্যাসেঞ্জার এর কাছ থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা উদ্ধার করল ৩২ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান!
গতকাল সকালে কলকাতা থেকে বাংলাদেশ গামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন নাম্বার 13108 এই ট্রেনটি যখন গেদে স্টেশনে ঢোকে বাংলাদেশের উদ্দেশ্যে সেই সময় bsf ট্রেনটি পরীক্ষা করার সময় দুই বাংলাদেশি নাগরিকের লাগেজ সন্দেহমূলক হওয়ায় তাদের চেকিংয়ের জন্য নামানো হয় ট্রেন থেকে আগের থেকে বিএসএফের কাছে খবর ছিল যে এই ট্রেনে দুই ব্যক্তির কাছে বৈদেশিক মুদ্রা আছে সেই মোতাবেক বিএসএফ চেকিং করছিলেন তখনই বিএসএফ জানতে পারে বা দেখতে পারে একটি নতুন মিক্সার গ্রাইন্ডার এর ভেতর খোলার পর চক্ষু চরক গাছ হয়ে যায় বিএসএফের দেখে তার মধ্যে ভরা রয়েছে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা এই দুই ব্যক্তির নাম শংকর কুমার দত্ত তার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জের গোপালপুরে আরেকজনের নাম ওয়ালিদ মেহেন্দি রাসেল
বাড়ি বাংলাদেশে চাঁদপুর উকিলপাড়ায় বাড়ি তাদের কাছে যেসব দেশে টাকা পাওয়া যায় U/S -9300.A /S -700.E /U /R-1890.N /G-200.U /A /E-2500.S /A /U /D /E-7900. এইসব বিদেশী টাকার মোট পরিমাণ ৮১ লক্ষ ৫২ হাজার ৮৫৪ টাকা আরো তাদের দুজনের কাছ থেকে বাংলাদেশী টাকা উদ্ধার হয় ওয়ালিদ মেহেন্দি রাসেলের কাছ থেকে ৫৪ হাজার ৮৫২ টাকা বাংলাদেশের টাকা উদ্ধার হয় তার কাছ থেকে শংকর কুমার দত্তের কাছ থেকে উদ্ধার হয় ২৭৪০ টাকা বাংলাদেশের এই দুজনকে আজকে কৃষ্ণনগর কোটে পাঠানো হয় এই সমস্ত টাকা ও আসামিকে ডি আর আই এর হাতে তুলে দেন সীমান্ত দিয়ে এত সোনা এবং টাকা উদ্ধারকে কেন্দ্র করে গেদে চত্বরে বিএসএফের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে চলছে কুকুর দিয়ে চেকিং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *