চিতাবাঘের হামলায় জখম হলো দশম শ্রেণীর এক ছাত্র।

0
23

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- চিতাবাঘের হামলায় জখম হলো দশম শ্রেণীর এক ছাত্র। জখম ওই ছাত্রের নাম অপূর্ব দাস, তার বাড়ি ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঝাড় বেলতলী এলাকায়। অপূর্ব জানায়, রবিবার সকালে সে প্রাইভেট টিউশনি সেরে সাইকেলে করে বাড়ি যাবার সময় দক্ষিণ খয়ারবাড়ি জঙ্গলের মধ্য থেকে একটি চিতা বাঘ তার উপর হামলা চালিয়ে, আবার সে জঙ্গলের মধ্যেই পালিয়ে যায়। এদিকে ওই ছাত্রের চিৎকার শুনে আশেপাশের লোকজনরা এসে তাকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। অপূর্বর পায়ে হাঁটুর নিচে থাবা বসায় চিতাবাঘটি। অপূর্বর কাকা সাধন দাস বলেন, আমাদের গ্রামে প্রায় চিতা এবং হাতি বের হয়ে খুব উৎপাত করে। বনদপ্তর এর কাছে আবেদন জানিয়েছেন এলাকায় বন কর্মীরা পারাহারা জন্য।