নিজস্ব সংবাদদাতা, মালদা:- স্ত্রী কে ফিরে পেতে শ্বশুরবাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করল জামাই। ঘটনায় রক্তারক্তি কান্ড, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনায় জখম হয়েছে স্ত্রীও। তড়িঘড়ি দুজনকেই মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের মহিষবাথানি পঞ্চায়েতের খনিবাথান এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ৯ মাস আগে রতুয়া থানার বালুপুর এলাকার বাসিন্দা অজয় রায়ের(২২) সাথে খনিবাথান গ্রামের যুবতী সুভা চৌধুরী (১৯), দুজনেই প্রেম করে বিয়ে করে। পরবর্তীতে দুই পরিবারের তরফে তাদের সম্পর্ক মেনে নেন। তবে গত এক মাস আগে পারিবারিক অশান্তির কারণে ওই যুবকের স্ত্রী তার মায়ের বাড়িতে চলে আসে। বুধবার দুপুরে স্ত্রীকে বাড়ি ফেরাতে ওই যুবক শ্বশুর বাড়িতে আসে। এরপরে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হলে, ওই যুবক ধারালো ছুরির কোপ মারে স্ত্রীর গলায় এবং হাতে গুরুতর চোট লাগে। পাশাপাশি ওই যুবক নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে এমনটাই খবর। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আছে মালদা থানার পুলিশ। তবে এ ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ ধারালো ছুরি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।