প্রায় ১৫ দিনের কঠোর পরিশ্রমে তিন বারের প্রধান মন্ত্রী মোদীর ছবি ছোট্ট শিশির মধ্যে এঁকে তাকে লাগিয়ে দিয়েছেন শিল্পী তুহিন মণ্ডল।

0
65

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সদ্য শপথ নিলেন তিন বারের জন্য দেশ ও বিদেশ থেকে প্রচুর শুভেচ্ছা পাচ্ছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। নদিয়ার বড় আন্দুলিযার বাসিন্দা শিল্পী তুহিন মণ্ডল বাঙালি হয়ে আজ দেশ ও বিদেশের বহু দিনের পরিচিত মুখ হয়ে গেছেন তাঁর একান্ত নিষ্ঠার কাজ কর্মে মানুষকে হতবাক করে দিয়েছেন।তিনি প্রায় 15 দিনের কঠোর পরিশ্রমে তিন বারের প্রধান মন্ত্রী মোদীর ছবি ছোট্ট শিশির মধ্যে এঁকে তাকে লাগিয়ে দিয়েছেন।প্রচুর মানুষ কাজটি দেখে প্রশংসা করেছেন। তিনি চান সদ্য শপথ নেওয়া তিন বারের সফল প্রধান মন্ত্রীর হাতে শুভেচ্ছা সরুপ তার কাজ টি তুলে দিতে।তিনি প্রাই 24 বছর ধরে আকার কাজ করেন ও প্রচুর ছেলে মেয়ে কে হাতের লেখা ও ছবি আকা সেখান ।তার আকার কাজে ইন্ডিয়া তথা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ।অনেক আকার সার্টিফিকেট ও পুরস্কার পেয়েছেন।তিনি এই কাজ হাতে দিয়ে মেসেজ দিতে চান মানুষ যদি মনোযোগ দিয়ে কাজ করেন তার পক্ষে সব সম্ভব।