নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- খেলার জগতে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে বড় দলের ফুটবল কোচ হিসেবে স্বীকৃতি পেলেন বালুরঘাটের দেবাশীষ ঘোষ। বালুরঘাটের কলেজ পাড়ার বাসিন্দা দেবাশীষ ছোট থেকেই মাঠ পাগল। একসময় নিজে ফুটবল খেলতেন তিনি। পরবর্তীতে ফুটবলের কোচিং শুরু করেন। জানা যায় বাংলার বিখ্যাত ফুটবল প্লেয়ার অভিজিৎ মন্ডল তার হাতেই তৈরি হন একসময়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তিনি ওয়ারিয়র এফ সি ফুটবল দলের কোচ হিসাবে যোগ দিতে কলকাতা গিয়েছেন। তার এই সাফল্যে খুশি তার পরিবারসহ বালুরঘাটের বাসিন্দারা।
খেলার জগতে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে বড় দলের ফুটবল কোচ হিসেবে স্বীকৃতি পেলেন বালুরঘাটের দেবাশীষ ঘোষ।
