নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা থেকে উত্তর দিনাজপুরে পাচার করতে যাওয়ার সময় দুই মহিলা সহ মোট তিনজনকে আটক করে এস.টি.এফ । জানা গেছে, ধৃতরা মঙ্গলবার রাতে মালদা কালিয়াচকের সুজাপুর থেকে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার নিয়ে বহরমপুর-শিলিগুড়িগামী এক বেসরকারি বাসে উঠে বসে।গোপোন সূত্রে খবর পেয়ে এস.টি.এফ বাসটিকে মালদা শহরের রথবাড়ি এলাকায় থামায়। এরপর সেই বাসে তল্লাশি অভিযান চালিয়ে ৭৩২ গ্রাম নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার সহ তিন পাচারকারীকে গ্রেফতার করে।ধৃতরা হলেন সাবিনা খাতুন (৩২) শামীমা বিবি (৩০) জিয়াউল্লা হক (৪০) ধৃতদের সকলের বাড়ি মালদা কালিয়াচকের বামোনগ্রাম দাহা পাড়া এলাকায়।ঘটনায় ধৃত দুই মহিলা সহ এক পুরুষকে এস.টি.এফ তুলে দেয় মালদা ইংরেজবাজার থানার পুলিশের হাতে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজ বাজার থানার পুলিশ।
মালদা থেকে উত্তর দিনাজপুরে পাচার করতে যাওয়ার সময় দুই মহিলা সহ মোট তিনজনকে আটক করে এস.টি.এফ ।
