পতিরামে শিবমন্দিরে জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় মৃত্যু ৯ বছরের নাবালকের।

0
37

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ শ্রাবন মাসের শেষ সোমবার।সেই উপলক্ষে পতিরামে শিবমন্দিরে জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় মৃত্যু ৯ বছরের নাবালকের। শিবম শর্মা ,বাড়ি বালুরঘটে র বড় রঘুনাথপুর সময়মত চিকিৎসক না আসায় বালুরঘাট হাসপাতাল ভাঙচুর।
দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে ভোরবেলায় শিবের মাথায় জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় গুরুতর জখম নয় বছরের নাবালকের। জখম নাবালককে বালুরঘাট জেলা হাসপাতালে আনা হলে দু’ঘণ্টা পরও চিকিৎসক আসলো না। প্রতিবাদে ওয়ার্ডে ভাংচুর রোগীর পরিবারের। হাসপাতালের তরফে এখন চিকিৎসা চলছে বলে জানিয়েছে। হাসপাতালে প্রচুর পলিশ রয়েছে।