দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রশাসনিক আশ্বাসের পর ও সাধারণ মানুষের কথা ভেবেই পূজোর আগে বাস ধর্মঘট স্থগিত করল বাস মালিকরা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন পকেট রুটে বাস স্বাভাবিকভাবে চলাচল করবে। সোমবার সন্ধ্যা বালুরঘাট বাস স্ট্যান্ডে সাংবাদিক বৈঠক করে এমনটা জানালেন বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস চৌধুরী। প্রসঙ্গত, টোটোর দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার থেকে বালুরঘাট থেকে হিলি সহ বিভিন্ন পকেট রুটে বাস ধর্মঘট বন্ধ রাখেন বাস মালিকরা। অবশেষে এদিন বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে এমনটা সিদ্ধান্ত বাস মালিকদের। যার ফলে আগামীকাল থেকে সব রুটে বাস চলাচল করবে।