মালদা তে আগামীকাল জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন, সেই উপলক্ষ্যে মঙ্গলবার সাত সকালে পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্বচ্ছতা সেবা কর্মসূচি গ্রহণ করা হল।

0
7

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১ লা অক্টোবর:—
মালদা তে আগামীকাল জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। সেই দিন উপলক্ষ্যে মঙ্গলবার সাত সকালে পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্বচ্ছতা সেবা কর্মসূচি গ্রহণ করা হল। উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা সহ পুরসভার কর্মীরা। এদিন খোদ কাউন্সিলার পুর কর্মীদের সঙ্গে নিয়ে ওয়ার্ড নোংরা পরিস্কার করার কাজ করেন। কোদাল দিয়ে ড্রেনের নোংরা সাফাই করে। ওই এলাকার মানুষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা বলেন, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে এমন উদ্যোগ। মিশন নির্মল বাংলার টিম ছিল। আমরা সাফাই অভিযান সহ মানুষকে ডেঙ্গু নিয়েও সচেতন করেছি।