ইন্টারনেট পরিষেবার মূল্য বৃদ্ধি রুখতে অনশনে এক ব্যাক্তি।

0
26

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- ইন্টারনেট পরিষেবার মূল্য বৃদ্ধি রুখতে সরকারি খরচায় BSNL এর 5G আধুনিকীকরণ করার দাবিতে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি তে ১২ ঘন্টার অনশনে বসলেন এক ব্যক্তি ।নিজেকে অহিংসাবাদী সোশ্যাল রিফর্মার দাবি করে একাধিক ইস্যুতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান অনশন করেছেন অশ্বিনী কুমার সিংহ। সোমবার গঙ্গাজলঘাটি তে সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন করলেন। তার এই অনশন মঞ্চে আরএসএস প্রধান মোহন ভাগবত এর ছবি যেমন ছিল তেমনি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্দিরা গান্ধী ,কাজী নজরুল ইসলাম, কাল মাক্স, আম্বেদকরের ছবি। কেন্দ্র সরকারের বিভিন্ন বেসরকারিকরণের বিরুদ্ধে সোচ্চার হোন তিনি। তিনি আমাদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নিন