মালদার গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শৌচালয় নির্মাণ উদ্বোধন করা হলো ।

0
20

নিজস্ব সংবাদদাতা, মালদা :– মালদার গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শৌচালয় নির্মাণ উদ্বোধন করা হলো । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার ,পঞ্চায়েত মেম্বার কাজলি পোদ্দার দাস, চঞ্চল প্রসাদ চক্রবর্তী সহ অন্যান্যরা । জানা গিয়েছে , গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েত উদ্যোগে গাজোলের বিবেকানন্দ পল্লী হাই স্কুল ময়দানের দক্ষিণ-পূর্ব কোণে পঞ্চদশ অর্থ কমিশন তহবিল থেকে প্রায় সারে চার লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি টয়লেট নির্মাণ হয়। এদিন উন্মোচন ও মিষ্টিমুখ করিয়ে উদঘাটন করা হয় শৌচালয়টি। গাজোলের ১ নং উপপ্রধান প্রদ্যুৎ সরদার বলেন- গাজোল বিদ্রোহী মোড় চত্বর জনসাধারণের জন্য সেরকম শৌচালয় ছিলো না , এর পাশাপাশি হাই স্কুলের ময়দানে বারো মাস বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে সেই দিকেও তাকিয়ে জনসাধারণের মানুষের কথা মাথায় রেখে তাদের সমস্যার সম্মুখীন কথা ভেবে এমনই কর্মসূচি উদ্যোগও নেওয়া হয়েছে।