নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —জনজাতি গৌরব দিবস, তথা ভগবান বিরসা মুন্ডা জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট, হবিবপুর বিধানসভার বোলডাঙ্গা ফুটবল ময়দানে।শুক্রবার দুপুরে ঢাকঢোল বাজিয়ে নাচের মধ্যে দিয়ে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে বিধানসভা বিধায়কের এলাকায় আদিবাসী সম্প্রদায়ের ভগবান বিরসা মুন্ডার জন্মদিন পালন করলেন বিধায়ক জুয়েল মুর্মূ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। প্রথমে বিরসা মুন্ডার, সহ পন্ডিত রঘুনাথ মূর্মূ, ও সিধু -কানু, ছবিতে মাল্য দান ও পুষ্পার্ঘ করে ফুটবল খেলা শুরু হয়। হবিবপুর বিধান সভার বিধায়ক জুয়েল মুর্মূ ফুটবল খেলুয়ারদে সাথে সাক্ষাৎ করার সাথে ফুটবল মেরে খেলা শুভ সূচনা করে। এদিন দুটি মহিলা টিম সহ মোট আটটি টিমের এই ফুটবল খেলা রয়েছে বলে জানিয়েছেন বিধায়ক জুয়েল মর্ম।খেলার শেষে চ্যাম্পিয়ন সহ এলাকার বিভিন্ন ক্লাবের হাতে ক্লাব রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলে জানাই।সেদিন উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মূর্মূ সহ বোলডাঙ্গার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
জনজাতি গৌরব দিবস, তথা ভগবান বিরসা মুন্ডা জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট, হবিবপুর বিধানসভার বোলডাঙ্গা ফুটবল ময়দানে।
