বৃহস্পতিবার দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারের সঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ফড়নবিশ।ফড়নবিশ মহারাষ্ট্রে দু’বার মুখ্যমন্ত্রী ছিলেন । শুধু তাই নয় উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর এবার প্রবীণ বিজেপি নেতাকে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করল গেরুয়া শিবির।
দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারের সঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ফড়নবিশ।
