প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার অন্তর্গত মানিপুর অঞ্চলে স্টেট ব্যাংক সংলগ্নে এলাকায়। আগুন লেগে যায় গারর্মেন্টস প্রিন্টেড এর কারখানায় । ঘটনার স্থলে আগুন নেভাতে উপস্থিত হয় ফায়ার ব্রিগেডে তিনটি গাড়ি। আগুন নেভাতে তৎপর হন সাঁকরাইল থানা এবং মানিকপুর তদন্ত কেন্দ্রে পুলিশ। সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মধ্যরাতে। নিজে দাঁড়িয়ে থেকে আগুন নেভানোর তদারিকতা করলেন বিধায়িকা। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রবিবার ছুটি হওয়ায় কারখানা কোন কর্মী ছিল না তাই কোন হতাহত হয়নি। প্রাথমিক ভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। কি ভাবে আগুন লাগলো তা খতিযে দেখছে সাঁকরাইল থানার প্রশাসন।
মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হলো গার্মেন্টস ছাপা কারখানা ঘটনা স্থলে উপস্থিত হলেন বিধায়িকা প্রিয়া পাল।

Leave a Reply