নিজস্ব সংবাদদাতা, মালদা :–মালদার তৃণমূল নেতা খুনকান্ডে কোলকাতা থেকে এসে পৌঁছালেন ফরেন্সিক দলের আধিকারিকদের তদন্ত টিম। মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনের চারদিন পরে ঘটনা তদন্তে এলো রাজ্যের ফরেনসিক দল। সোমবার রাতে ইংরেজবাজার শহরের মহানন্দা পল্লীর ঘটনাস্থলে পৌঁছন ফরেনসিক দলের কর্তা চিত্রাক্ষ দে সরকার সহ দলের বিভিন্ন আধিকারিকেরা । ইংলিশ বাজার থানা পুলিশকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন তিনি। ঘুরে দেখেন টোটোর দোকানেও। নমুনা সংগ্রহ করেন।
মালদার তৃণমূল নেতা খুনকান্ডে কোলকাতা থেকে এসে পৌঁছালেন ফরেন্সিক দলের আধিকারিকদের তদন্ত টিম।

Leave a Reply