প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – রক্তদান জীবন দান এই মূল মন্তব্য কে পাথেয় করে মুমূর্ষ এবং থ্যালাসিমিয়া রোগীদের জন্য রক্তদান শিবির করে আসছে ইন্দ্রধনু অ্যাথলেটিক ক্লাব। দেখতে দেখতে ১৩ বছর পদার্পণ করল এই রক্তদান শিবির। মাননীয়া বিধায়িকা প্রিয়া পালের উপস্থিতিতে রক্তদাতাগণ উদ্বুদ্ধ হলেন। এছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নাসিমা কাজী মহাশয়া। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাস মহাশয়া, অঞ্চল প্রধান, এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধি সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান ছাড়াও বিনামূল্যে চক্ষু এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও করা হয়। বিধায়িকা নিজে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ পরীক্ষা করালেন। ক্লাবে কর্মকর্তা সহ সকল সদস্যবৃন্দ অক্লান্ত প্রচেষ্টায় এই জনসেবক মূলক অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার প্রচেষ্টা ঝাঁপিয়ে পড়েন । ইন্দ্রধনু অ্যাথলেটিস ক্লাব সারা বছরই বিভিন্ন জন সেবামূলক কাজ করে আসছেন। এ বছর তাদের ব্যতিক্রম হলো না। উপস্থিত অতিথিবৃন্দরা এমন জন সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে নিজেরা আপ্লুত হলেন।
রক্তদান শিবির এবং ফ্রি স্বাস্থ ও চক্ষু পরীক্ষা ক্যাম্প হয়ে গেল ইন্দ্রধনু অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে।।।

Leave a Reply