নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- ভারত বাংলাদেশ সীমান্তের শিবরামপুর গ্রামে পরিদর্শনে এলেন বালুরঘাটের বিজিপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী। প্রথমে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি পরে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রসঙ্গত, গত দিন তিনেক আগে শিবরামপুর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিজিবি বাধা দেয়। এরপর দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ফ্লাগ মিটিং হলেও, বেড়া দেওয়ার কাজ বন্ধ রয়েছে।
এদিন শিবরামপুর সীমান্ত এলাকায় বিধায়ক অশোক লাহিড়ী পরিদর্শনে গিয়ে গ্রামবাসী ও বিএসএফ আধিকারিকের সাথে কথা বলেন।
অশোক লাহিড়ী বলেন, ভারত সরকারের গৃহীত নীতি অনুযায়ী কাঁটাতারের বেড়া দেওয়া প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। চোরাচালান বন্ধ করতে হবে। অন্যদিকে যাতে সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের অসুবিধা না হয় সে কথা মাথায় রাখতে হবে বিএসএফকে। যে সমস্যা হয়েছিল সেই সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশা তার।
Leave a Reply