নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন খুঁটিনাটি প্রতিটি বিষয় নিয়ে আধিকারিকদের প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। বিডিওদের নির্দেশ দেন, ব্লকে ব্লকে ঘুরে কাজ করতে হবে। আলিপুরদুয়ারে বন দপ্তরের ভূমিকা নিয়ে ‘অসন্তুষ্ট’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আলিপুরদুয়ারে ওই প্রশাসনিক সভায় বন দপ্তরের একাধিক কাজে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রাজাভাতখাওয়াতে ঢুকতে পর্যটকদের কাছ থেকে কেন টাকা নেওয়া হয়, সে নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এটা বদলাতে নির্দেশ দেন তিনি।
বুধবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply