বালুরঘাট শহরে নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে আর.এস.এস – এর পক্ষ থেকে পথ সঞ্চালন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আজ ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার বিকালে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আর.এস.এস – এর পক্ষ থেকে নেতাজির প্রতিকৃতি নিয়ে বালুরঘাট শহরে এক পথ সঞ্চালনের আয়োজন করা হয়। উক্ত পথ সঞ্চালন কর্মসূচিটি বালুরঘাট বিশ্বাস পাড়া মোড়ে আর.এস.এস কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সেখান থেকে পথ সঞ্চালনটি শুরু করে রেনেসাঁস ক্লাবের পাশ দিয়ে, কুন্ডু কলোনী হয়ে, যুক্ত সংঘ ক্লাব মোড় হয়ে, অগ্নিশিখা ক্লাবের পাশ দিয়ে এবং পুনরায় আর.এস.এস কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
পঙ্কজ মহন্ত (আর.এস.এস বালুরঘাট নগর কার্যবাহ) উক্ত কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন ।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রবিকান্ত বর্মন (জেলা সংঘ চালক), বাবলু বিশ্বাস (জেলা শারীরিক প্রমুখ)। এছাড়া আরও অন্যান্য আর.এস.এস – এর কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *