নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। জেলার ছ’টি ব্লকের উপভোক্তাদের মধ্যে বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে। সেই অনুষ্ঠানে যোগ দিতে এদিন সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রওনা হলেন। এছাড়াও সংশ্লিষ্ট ব্লকের বিভিন্ন এলাকা থেকে ওই অনুষ্ঠানে যোগ দিতে তৃণমূলের বহু কর্মী সমর্থকরা ইতিমধ্যে বাসে করে রওনা হয়েছেন বলে খবর।
মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে এদিন সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রওনা হলেন।

Leave a Reply