পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভোররাতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত রাকসাচক গ্রামে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে দুটি দোকান আগুন লেগে ভস্মভূত হয়ে যায় সমগ্রতি জিনিসপত্র। জানা যায় শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায় এটি মোটর বাইক সারানোর দোকান ও একটি চা দোকানে আগুন লাগে। তবে সঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়।ভোর রাতেই ঘটনা চলে আসে কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে,এই ঘটনায় বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে লেগেছে এই আগুন।
ভোররাতে জাতীয় সড়কের পাশে পরপর দুটি দোকানে আগুন,চাঞ্চল্য কোলাঘাটের রাকসাচকে ।

Leave a Reply