মেদিনীপুর শহরের পঞ্চুরচকে বজরং ব্যায়ামাগারের উদ্যোগে দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতাকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিন্দা দেবী ও উত্তম গোপের স্মৃতির উদ্দেশ্যে সাত দিনব্যাপী দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ব্যায়ামাগারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের পঞ্চুরচকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় ৮০ জন রক্তদাতা রক্ত দান করেন, মূলত ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। এই দিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙি। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, বিশিষ্ট সমাজসেবী অসীম বর্মন, সহ অন্যান্য নেতৃবৃন্দ। অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাচীনতম ক্লাব বজরং ব্যায়ামাগার। সেই ব্যায়ামাগারে শুধুমাত্র শারীরিক গঠনের জন্য ব্যায়াম বা শরীরচর্চা করে না, নানান সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকে।পাশাপাশি এখনকার প্রজন্মকে খেলার মাঠে আনার চেষ্টা করে। তার জন্য আগামী ২৭ শে জানুয়ারি থেকে ৭ দিন ব্যাপী দিবারাত্রি বিভিন্ন স্তরের ছেলেমেয়েদের জন্য ক্রিকেট টুর্নামেন্টের‌ও আয়োজন করা হয়েছে। তার কারণ এখনকার প্রজন্ম মাঠকে ভুলতে বসেছে। দিশেহারা অবস্থা নুতন প্রজন্মের।
আজকের এই রক্তদান কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের কর্মকর্তা কুন্দন গোপ, এবং বরুণ আগর‌ওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *