পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এবার যক্ষা রোগীদের স্বার্থে এগিয়ে এলো গ্রাম পঞ্চায়েত, শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের দু’নম্বর করসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণ যক্ষা রোগীদের হাতে পুষ্টি জনিত খাবার তুলে দেওয়া হয়, জানা গিয়েছে এই দিন ২৫ জন যক্ষা রোগীর হাতে পুষ্টি জনিত খাদ্য সামগ্রী প্রদান করা হয় বলে জানা গিয়েছে, যেখানে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: দীপক কুমার কুইলা, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু শেখ সহ অন্যান্য আশা কর্মীরা। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন।
যক্ষা রোগীদের সুষম পুষ্টি প্রদানের লক্ষ্যে এবার এগিয়ে এলো গ্রাম পঞ্চায়েত,করসা গ্রাম পঞ্চায়েতে ২৫ জন যক্ষা রোগীর হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী।

Leave a Reply