দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে শনিবার ভূগর্ভস্থ জল তোলার জন্য সৌর চালিত একটি পাম সেটের উদ্বোধন করলেন বালুঘাটের বিধায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ড.অশোক কুমার লাহিড়ী। এই দিন বালুরঘাট ব্লক এর অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের শত খণ্ড এলাকায় বিধায়কের ওবিল থেকেই এই কাজটি সম্পন্ন করা হয়। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় শীত শেষ হতে না হতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে কষ্ট দেখা দেয় প্রতিবছরই সেই কারণে স্থানীয় বিধায়ককে বিষয়টি জানানো হয়। সৌর চালিত পাম্প সেটটি স্থানীয় কৃষকদের সুবিধার্থে উদ্বোধন করাতে খুশি স্থানীয় কৃষকরা।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে শনিবার ভূগর্ভস্থ জল তোলার জন্য সৌর চালিত একটি পাম সেটের উদ্বোধন করলেন বালুঘাটের বিধায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ড.অশোক কুমার লাহিড়ী।

Leave a Reply