নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মৎস্যচাষীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে তাদের দেওয়া হল মাছের চারা। বৃহস্পতিবার ফালাকাটা ব্লক অফিস প্রাঙ্গনে স্থানীয় মাছ চাষীদের হাতে তুলে দেওয়া হয়েছে মাছের চারা। এছাড়াও এদিন মাছ বিক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় মাছ রাখার ইনসুলেশন বাক্স। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্তের মৎস্যচাষীদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে মৎস্যচাষীদের মাছের চারা, চুন প্রদান করা হল। এদিনের মৎস্য চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফালাকাটা পঞ্চয়েত সমিতির সহকারী সভাপতি সুজয় সাহা রায়, ফালাকাটা ব্লক মৎস্য আধিকারিক সহ অন্যান্যরা ওই অনুষ্ঠানে হাজির ছিলেন।
মৎস্যচাষীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে তাদের দেওয়া হল মাছের চারা।

Leave a Reply