নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —আদিবাসী যুবতীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মালদার বামনগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি আদিবাসী সেঙ্গেল অভিযানের। রবিবার দুপুরে মালদার বামনগোলা থানার মূল ফটকের সামনে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা হাতে প্লেকার্ড নিয়ে অভিযুক্তের ফাঁসির দাবিতে সোচ্চার হন। ঘটনাক্রমে জানা গেছে, গত বুধবার বাড়ি ফাঁকা পেয়ে বামনগোলা থানার একটি গ্রামে আদিবাসী এক যুবতীকে তার ইচ্ছের বিরুদ্ধে অভিযুক্ত যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। যদিও অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এদিকে আদিবাসী সংগঠনের দাবি গ্রেফতার করলে নয় দিনে দিনে আদিবাসীদের ওপর ধর্ষণ ও অত্যাচার বেড়েই চলেছে তাই তাই ধর্ষকদের ফাঁসি দিতে হবে এই দাবিতে ঘন্টাখানেক জোরদার আন্দোলন থানার মূল ফটকের সামনে।
Leave a Reply