নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়ল পিকআপ ভ্যান। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের ঢেনারপুল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি পিকআপ ভ্যান গাড়ি জটেশ্বরের দিক থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল। সেই সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায়। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা দুই জন জখম হন। তাঁদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়ল পিকআপ ভ্যান।

Leave a Reply