দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বালুরঘাটের সুবল বর্মন নিখোঁজ হয়েছেন ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ বালুরঘাটের ফরেস্ট রোড এলাকার বাসিন্দা সুবল বর্মন স্থানীয় একটি কাতারের সঙ্গে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন কাজ করতে। সেখান থেকে নিখোঁজ হয়ে যান তিনি পরিবারের অভিযোগ বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থায় নেয়নি পুলিশ এমন কি অভিযুক্ত ঠিকাদার বা তার সঙ্গে যারা কাজে ছিল কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি দ্রুত বিচার চাইছে তার পরিবার এবং পুলিশ যাতে নিখোঁজ সুবল বর্মনকে খুঁজে আনার ব্যবস্থা করে সেই দাবি করেছে সুবল বর্মনের স্ত্রী ঝড়ি বর্মন।
নিখোঁজ সুবল বর্মনকে খুঁজে আনার দাবি জানাল সুবল বর্মনের স্ত্রী ঝড়ি বর্মন।

Leave a Reply