নিজস্ব সংবাদদাতা, মালদা,মানিকচক:- মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল মালদার মানিকচক থানার সিমনটোলা বাঁধ এলাকায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি বাড়ি। অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হল পাশাপাশি থাকা আরও পাঁচটি বাড়ি। সব মিলিয়ে ক্ষতির মুখে পড়ল সাত-সাতটি পরিবার। ঘটনায় স্থানীয়রা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে একরাক্ষ ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ, বাঁধ এলাকার উপর দিয়ে বিদ্যুৎ দপ্তর হাই ভোল্টেজ তার টেনেছে। সেই তারে মাঝেমধ্যেই শর্ট সার্কিট হয়ে এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাই তারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দপ্তরের হাই ভোলেটজ তার সরানোর দাবী জানিয়ে আসছেন। কিন্তু বিদ্যুৎ দপ্তর কর্ণপাত করছে না। সেই কারণেই আজ ফের শর্ট সার্কিট হয়ে প্রথমে এলাকার দুটি বাড়িতে আগুন ধরে। দমকা হাওয়ায় সেহ আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও পাঁচটি বাধশ্যে পথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে দমকলের একটি হাজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও পাড়ের মানরক্ষাও হয়েছে। দুটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এক পরিবারের ছয় চয়টি চাপলের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। তাই তারা সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন।
মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল মালদার মানিকচক থানার সিমনটোলা বাঁধ এলাকায়।

Leave a Reply