আবদুল হাই বাঁকুড়াঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিআইএম মানেই লাল রঙের আধিপত্য। শহীদের রক্ত হোক বা শ্রমিকের আন্দোলন—সব ক্ষেত্রেই লাল ছিল বামপন্থীদের পরিচয়। কিন্তু সাম্প্রতিক সময়ে সিপিআইএম-এর রাজ্য কমিটির সামাজিক মাধ্যমে এই চিরচেনা লাল রঙের পরিবর্তে দেখা যাচ্ছে নীল-সাদা ব্যাকগ্রাউন্ডে কাস্তে-হাতুড়ির নতুন প্রতীক, যার ওপর ছড়িয়ে রয়েছে গেরুয়া আভা।
এই পরিবর্তন ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। লাল রঙ থেকে সরে এসে হঠাৎ গেরুয়া রঙের ছোঁয়া দেওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বামপন্থীদের ঐতিহ্যবাহী লাল প্রতীকের পরিবর্তে এই নতুন রূপ অনেকের কাছেই বিস্ময়কর। তবে কি সিপিআইএম আদর্শগত কোনো পরিবর্তনের পথে?
সূত্রের খবর অনুযায়ী, আগামী ২০ এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শ্রমিক-কৃষক-বস্তি উন্নয়ন সংগঠনের উদ্যোগে যে বিশাল সমাবেশ হতে চলেছে, তার প্রস্তুতির অংশ হিসেবেই এই পরিবর্তন। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতেই নাকি ডিজিটাল প্ল্যাটফর্মে এমন নতুনতার ছোঁয়া। দলের অভ্যন্তরীণ মহল থেকে জানানো হয়েছে, এই রং পরিবর্তন শুধুই প্রচারের কৌশল, আদর্শগত অবস্থানে কোনো বদল আসেনি।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে যেখানে গেরুয়া রং মানেই হিন্দুত্ববাদী রাজনীতির প্রতীক, সেখানে সিপিআইএম-এর প্রতীকে এই রঙের উপস্থিতি অনেকে সহজভাবে নিতে পারছেন না। সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যেও এই পরিবর্তন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
সিপিআইএম নেতৃত্ব যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে নারাজ, তবে নিচু তলার কর্মীদের মধ্যে গুঞ্জন রয়েছে। আগামী ব্রিগেড সমাবেশে এই রং পরিবর্তনের বিষয়ে দল স্পষ্ট বার্তা দেয় কি না, সেদিকেই এখন নজর সবার। প্রশ্ন একটাই—লাল থেকে গেরুয়া, বদল কি শুধুই চেহারায়, নাকি কোথাও আদর্শেও?
Leave a Reply