এগরার সাত খন্ড প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা বেহাল,ক্ষোভ অভিভাবকদের

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স্কুল নাকি গোয়ালঘর! দেখলেই অবাক মনে হবে। এটা কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয়। খোদ সরকারি স্কুলের এই জরাজীর্ণ দশা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতের সাতখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের এই বেহাল অবস্থা। স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই স্কুলের বেহাল অবস্থা। স্কুলের ক্লাসরুমের মধ্যেই পড়ে রয়েছে জ্বালানি। সেইসঙ্গে আবর্জনার স্তূপ। অভিযোগ, একটা ক্লাসরুমের মধ্যেই প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস চলে। পাশাপাশি স্কুলের মিড-ডে-মিলও নিয়মিত হয় না বলে দাবি স্থানীয় এলাকাবাসীর। এদিন বেলার দিকে স্থানীয় এলাকার বাসিন্দারা স্কুলের শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিভাবকেরা জানিয়েছেন, এ বিষয়ে বহুবার স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েও কোন লাভ হয়নি। তাঁরা জানাচ্ছেন, স্কুলে তিন জন শিক্ষক রয়েছে। তাঁরাও নিয়মিত স্কুলে আসেন না। পাশাপাশি, স্কুলের ছাত্রছাত্রীরাও বলছে যে, প্রতিনিয়ত আমাদের এটেনড্যান্স নেওয়া হয় না। রেগুরাল মিড-ডে-মিলও দেওয়া হয় না। ভয়ে আমরা মুখ খুলি না। তবে অভিভাবকেরা বলছেন যে, অবিলম্বে সমস্যার সুরাহা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের যাব। কিন্তু এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক পূর্ণ চন্দ্র দাস সমস্ত কিছু অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে সমস্ত বিষয়টি এড়িয়ে গেছেন। তবে ফোনে যোগাযোগ করা হলে এগরা উত্তর চক্রের স্কুল পরিদর্শক সুব্রত দে বলেন, “যদি স্কুলের প্রধান শিক্ষককের বিরুদ্ধে কোন কিছু গাফিলতির অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবো।। কিন্তু স্কুলের বেহাল দশা কবে স্বাভাবিক ছন্দে ফিরবে? সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *