পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের চৌরাস্তা মোড়ে বিহার দিবস উদযাপন করা হয় বিজেপির তরফ থেকে,এই দিন শহরে থাকা অবাঙ্গালী সহ পথ চলতি মানুষদের অবাঙ্গালীদের খাবার বিতরণের মধ্য দিয়ে “বিহার দিবস” পালন করা হয়, এই দিন বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তুফান মাহাত, প্রাক্তন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিশ্র, রাজ্য কমিটির সদস্য,ধীমান কোলে,গৌতম কৌড়ি সহ অন্যান্য বিজেপির কর্মকর্তারা।
চন্দ্রকোনারোড চৌরাস্তা মোড়ে “বিহার দিবস” পালন BJP র।

Leave a Reply