নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —--রক্তদিন প্রাণ বাঁচান,রক্তদানের মধ্য দিয়ে দৃঢ় হোক ভ্রাতৃত্বের বন্ধন। সর্বস্তরের শ্রমিক বন্ধু এক হও।শ্রমিক ঐক্য জিন্দাবাদ।এই বার্তা দিয়ে, আই, এন,টি,টি,ইউ,সি, বামন গোলা ব্লক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বামনগোলা ব্লকের পাকুয়াহাট তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে।আই,টি,টি,সি,ইউ,সি, জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন,মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে রক্তে সংকট দেখা দিয়েছে,সেই দিকে নজর রেখেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা আই,এন,টি,টি,ইউ,সির সভাপতি শুভদীপ সান্যাল বামনগোলা ব্লক সভাপতি অশোক সরকার সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।
আই, এন,টি,টি,ইউ,সি, বামন গোলা ব্লক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বামনগোলা ব্লকের পাকুয়াহাট তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে।

Leave a Reply