এক পথ দুর্ঘটনার ঘটনায় দুই পরিবহণ কর্মীকে বিনা অপরাধে গ্রেপ্তারের প্রতিবাদে মালদার মানিকচকে আন্দোলন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- এক পথ দুর্ঘটনার ঘটনায় দুই পরিবহণ কর্মীকে বিনা অপরাধে গ্রেপ্তারের প্রতিবাদে মালদার মানিকচকে আন্দোলন। মানিকচকের নুরপুরে রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের জোরদার বিক্ষোভ প্রদর্শন। বৃহস্পতিবার সাত সকালে এই অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মানিকচকের নুরপুর এলাকায়। ঘটনায় রতুয়া বাস অ্যান্ড মিনিবাস দোইভার কল্যান সমিতির এক সদস্য অভিযোগ করে বলেন, গত কালকে মানিকচকের মথুরাপুর সংলগ্ন নিমতলি এলাকায় এক পথ দুর্ঘটনা ঘটে। তাদের সংগঠনভুক্ত এক বেসরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে টোটোর সঙ্গে বাইকে সংঘর্ষ হয়। এই ঘটনায় মানিকচক থানার পুলিশ বেসরকারি বাসের চালক ও খালাসীকে বিনা অপরাধে গ্রেপ্তার করে লক আপ-এ রাখে। তাদের ছাড়ার কথা বলতে গেলে পুলিশ রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আগামী দিনে বাস চালকদের পেটানোর হুমকি দেন। এর প্রতিবাদেই আজ তারা নুরপুরে মানিকচক-রওয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভদেখাচ্ছেন। ধৃতদের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *