দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতার পর এবার বালুরঘাটে পড়লো তৃণমূলের পোস্টার। বুধবার রাতে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পোস্টার পড়ে। তবে বালুরঘাটে পড়া পোস্টারে অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জির নাম ও ছবি দুই রয়েছে। যেখানে লেখা আছে দক্ষিণ দিনাজপুর জেলার অভিষেকদার নেতৃত্বেই সর্বধিনায়িকা দিদির লবি করি। কোন নেতার তাবেদারি নয়। সৌজন্যে অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব বালুরঘাট। ইতিমধ্যেই এমন পোস্টারে বালুরঘাটের বহু জায়গায় পড়েছে। তবে এই পোস্টার কারা লাগিয়েছে তা এখনো পরিষ্কার নয় তৃণমূলের কাছেই। যদিও বিজেপি দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এমন পোস্টার পড়েছে। এদিকে শহরে এমন পোস্টার পড়াকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে।
কলকাতার পর এবার বালুরঘাটে পড়লো তৃণমূলের পোস্টার।

Leave a Reply