কুশমন্ডি সীমান্তে বিএসএফ আক্রমণের দায়ে দোষী সাব্যস্ত, দক্ষিণ দিনাজপুর আদালতে সাজা ঘোষিত।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- কুশমন্ডি সীমান্তে বিএসএফ জওয়ানকে আক্রমণের অভিযোগে অভিযুক্ত ইয়াসিন আলীকে দোষী সাব্যস্ত করে এক বছর ১০ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। বৃহস্পতিবার NDPS স্পেশাল কোর্টের বিচারক মনোজ কুমার প্রসাদ রায় ঘোষণা করেন।

২০২৩ সালের ২০ জুলাই রাতে দক্ষিণ দিনাজপুর জেলার খৈলতর BOP এলাকায় কর্তব্যরত বিএসএফ কনস্টেবল নুরবু শেরপার ওপর একদল দুষ্কৃতী হামলা চালায়। ঘটনার তদন্তে নেমে কুশমন্ডি থানার পুলিশ ইয়াসিন আলীকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে IPC-র ১৮৬, ৩৩২ ও ৩৫৩ ধারায় মামলা রুজু করে।

দীর্ঘ শুনানির পর বিচারক অভিযুক্তকে ১৮৬ ধারায় তিন মাসের কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা, ৩৫৩ ধারায় এক বছর ১০ মাসের কারাদণ্ড ও জরিমানা এবং ৩৩২ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। জরিমানা অনাদায়ে আরও কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্তকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *