নিজস্ব সংবাদদাতা, মালদা:- ডিজিট্যাল ফাউন্ডেশন-এর উদ্যোগে মহিলা হস্তশিল্পীদের নিয়ে এক আলোচনা সভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। মালদা শহরের কৃষ্ণকালীতলা এলাকার এক বেসরকারি হোটেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের সরকারির আধিকারিকরা হাজির থেকে মহিলা হস্তশিল্পীদের এদিন উৎসাহিত করেন। সরকারিভাবে কী কী প্রকল্প রয়েছে, তার জন কীভাবে ঋণের ব্যবস্থা করা যায়, উৎপাদিত সামগ্রীর বিপণনের ব্যবস্থা থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা শিল্প কেন্দ্রের জেনারাল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল জানান, ‘মহিলাদ হস্তশিল্পীদের নিয়ে খুব ভাল একটা অনুষ্ঠান। সরকারিভাবে কী কী সুবিধে প্রদান করা হয় হস্তশিল্পীদের, তা নিয়ে আলোচনা করি আমি।
ডিজিট্যাল ফাউন্ডেশন-এর উদ্যোগে মহিলা হস্তশিল্পীদের নিয়ে এক আলোচনা সভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার।

Leave a Reply