পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ– প্রবল শিলাবৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন এক দাঁতন ২ এবং মোহনপুর ব্লকে। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বুধবার এলাকায় এলেন খড়্গপুর মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও। এলাকায় এসে তিনি চাষীদের সঙ্গে কথা বলেন এবং কত পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত বিষয়ে জানার চেষ্টা করেন। সমস্ত রকম ভাবে চাষীদের পাশে রয়েছেন এবং চাষীদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন মহাকুমা শাসক। মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র সহ অন্যান্যরা।
প্রবল শিলাবৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দাঁতন ১-২ এবং মোহনপুর ব্লকে,পরিদর্শন করলেন মহকুমা শাসক।

Leave a Reply