দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২৭শে মার্চ বৃহস্পতিবার প্রতিবছরের মতো এবছরও বালুরঘাটে নিমতলী শ্মশান বারুণী মেলা কমিটির আয়োজনে খিদিরপুর নিমতলীর বারুণী মেলার ঘাটে শ্রীশ্রী গঙ্গামাতার পূজা ও মেলা অনুষ্ঠিত হলো। এই মেলায় গঙ্গামাতার পূজার পাশাপাশি শিব, কালী, বুড়ামা, মাশনা ও লালবাবা বা সন্ন্যাস ঠাকুরের পূজা অনুষ্ঠিত হলো। এইদিন সকাল থেকে ভক্তরা আত্রেয়ী নদীতে স্নান করে এসে মন্দিরে এসে পূজা দেয়। আজ থেকে আনুমানিক ৭৬ বছর আগে স্থানীয় এলাকার ভক্ত স্বর্গীয় রাম দুলাল চৌধুরীর উদ্যোগে এই মেলা শুরু হয়।
বালুরঘাটের খিদিরপুরে নিমতলীতে বারুণী মেলা।

Leave a Reply